আবুল হাসান মুহাম্মদ সাদেক
আবুল হাসান মুহাম্মদ সাদেক ১৯৫৩ সালের ১ মে নরসিংদীর রায়পুরা উপজেলার পীরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল খালেক বহুগ্রন্থ প্রণেতা ও মাতা আয়েশা খাতুন ছিলেন বিদ্যানুরাগী মানুষ। পারিবারিক অনুকূল পরিবেশে শৈশবেই লেখাযােখায় হাতেখড়ি হয় তাঁর। পেশাগত জীবনে অধ্যাপক সাদেক বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য। বর্তমানেও তিনি ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন উক্ত বিশ্ববিদ্যালয়ে। মূলত অর্থনীতির মানুষ হলেও সাহিত্যের প্রতি তাঁর গভীর আগ্রহ ও মমত্ববােধের পরিচয় পাওয়া যায় তাঁর রচিত গ্রন্থগুলাের দিকে তাকালে। ছােটগল্প, ছড়া, কবিতা, ভ্রমণ কাহিনী, প্রবন্ধসহ সাহিত্যের সকল মাধ্যমেই সরব রয়েছেন তিনি। গভীর জীবনবােধ ও সমাজ-বাস্তবতার নানা অনুষঙ্গ তার লেখালেখির। বিষয়বস্তু । নান্দনিক বাক্য বিন্যাস, প্রাঞ্জল ভাষার কারিগরি ও গল্পবলার ঢঙে সাদেক অনন্য। তাঁর সকল রচনা শিল্পসত্তা ও বােধের আঙিনায় এক অন্যরকম ব্যাঞ্জনা তৈরি করে। প্রকাশিতবই: বাজুকুরুং (ছােটগল্প), ফিরে চাই অরণ্য (কাব্যগ্রন্থ), ক্লোনিং (কাব্যগ্রন্থ), ডালি (কাব্যগ্রন্থ), চেতনায় বায়ান্ন (সম্পাদিত কাব্যগ্রন্থ), ফেরাউনের দেশে (ভ্রমণ কাহিনী), মৃতসাগরের দেশে (ভ্রমণ, কাহিনী) ইত্যাদি। শিশুতােষ গ্রন্থগুলাের মধ্যে রয়েছে: দাদুর আড়ায় নজরুল, জুই ও তােতাপাখি, আমি সভাপতি শিয়াল বলছি, আমিও উড়তে চাই, এই আমার বাংলাদেশ, ছড়ার আসর আমি যদি পাখি হতাম আসমার ঈদের জামা, দেশটাকে গড়ব। ইত্যাদি।