আমিন আশরাফ
আমিন আশরাফ জন্ম ১৫ জানুয়ারি ১৯৮৮ সালে ময়মনসিংহের গৌরীপুরে। পড়াশোনা এবং বেড়ে ওঠা কিশোরগঞ্জে। ২০০৫-এ মাসিক আল কাউসারে লেখালেখির সূচনা। এরপর নিয়মিত লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিন, অনলাইন পোর্টালে। সম্পাদক হিসেবে কাজ করেছেন মাহফিল-সুবহে সাদিক, রাহনুমা প্রকাশনী ও মাকতাবাতুল ইসলামে। সহসম্পাদক ছিলেন মাসিক রাহমানী পয়গাম ও মাসিক হজে। সাংবাদিকতা করেছেন দৈনিক আমাদের সময় ডটকম ও আমাদের অর্থনীতিতে। তিনি শিক্ষকও। সম্পাদনা করেন ছোটকাগজ বাতিঘর। তার অনুবাদ, সম্পাদনা ও সঙ্কলনে বেশকিছু বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যÑ সীরাতে আয়েশা (অনুবাদ) ইসলামী আগামী পৃথিবীর ধর্ম (সঙ্কলন) সাহসী খলিফা (অনুবাদ) সুখময় জীবনের খোঁজে (অনুবাদ), কর্নেল নন্দিনী (উপন্যাস), গল্পের দশহাত (সম্পাদিত), । পরবর্তী বই পীর কেবলা (গল্প) দ্য গ্রেড সুলতান ফরএ্যাভার আলাউদ্দিন খলজি, রাজিয়া সুলতানা, রক্তঝরা ফিলিস্তিন, সুন্নাহ ও মাসায়েল, আমার সন্তান আমার আমানত ইত্যাদি।