আমিনুল কাদের মির্জা
আমিনুল কাদের মির্জা জন্ম ১ অক্টোবর ১৯৬০ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার টিওরী গ্রামে। পিতা : ড. এম আবদুল কাদের, ইতিহাসবিদ ও সাহিত্যিক। স্নাতক (অনার্স), ডি. লিট। ব্রিটিশ আমলে অবিভক্ত বাংলার ডেপুটি ম্যাজিস্ট্রেট । মাতা : বেগম জয়নাব কাদের, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন লেডি ব্র্যাবোর্ন কলেজে চল্লিশ দশকের স্নাতক (অনার্স)। আমিনুল কাদের মির্জা এমবিবিএস, চট্টগ্রাম মেডিকেল কলেজ, স্নাতকোত্তর, বিএসএমএমইউ (সাবেক পিজি) ও বিসিপিএস। পেশায় তিনি অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। বর্তমানে ল্যাব এইড হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। চাকরি জীবনে সরকারি লিয়েনে প্রায় পাঁচ বছর সৌদি আরব সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। ছোটোবেলাতেই স্কুল ও কলেজ ম্যাগাজিনে কবিতা প্রকাশিত হয়। মেডিকেল কলেজ জীবনেও সাহিত্যচর্চা অব্যাহত রাখেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে এবং প্রতিনিধিত্বশীল ম্যাগাজিনে তার কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার প্রথম কবিতা গ্রন্থ 'শ্যামল স্বদেশে অরোরা বোরিয়ালিস' (২০১৭)। মাসুম বিল্লাহ সম্পাদিত 'কাব্যমাত্রা' (২০১৮) তার কবিতা অন্তর্ভুক্ত হয়েছে।কবিতা ও সাহিত্যে অবদানের জন্য তিনি চয়ন, অন্যধারা এবং অফিসার্স ক্লাব, ঢাকা থেকে সম্মাননা পেয়েছেন। স্ত্রী ও তিন সন্তান নিয়ে আমিনুল কাদের মির্জার পরিবারের বসবাস উত্তরায়।