আমিনুল মোহায়মেন
আমিনুল মোহায়মেন পেশায় কম্পিউটার প্রকৌশলী। দুই দশক ধরে পরামর্শক হিসেবে কাজ করছেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ে, সরকারের। আর্থিক ব্যবস্থাপনা সংস্কারে। এর বাইরে পরিকল্পনা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে তথ্য-প্রযুক্তিবিদ হিসেবে কাজ করেছেন। পেশাগত জীবন শুরু করেছিলেন। আর্থার এন্ডারসন নামের একটি মার্কিন প্রতিষ্ঠানে। তারপর দেশে ফিরে যােগ দেন প্রশিকাতে। সেখানে কম্পিউটার বিভাগের দায়িত্বে থাকলেও প্রশিকা তাকে পরিচিত করিয়েছে তৃণমূল বাংলাদেশের অপরাজেয় শক্তির সাথে।। জন্ম ঝিনাইদহে, সেখানেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশােনা এবং দুই পরীক্ষাতেই সম্মিলিত মেধা তালিকায় স্থান পাওয়া। এরপর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি, ভালাে না লাগায় বছর খানেক পর সরকারি বৃত্তি নিয়ে মিসরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ পড়া। ছাপার অক্ষরে এটি তার দ্বিতীয় বই। এর আগে প্রকাশিত ‘অপরাহু’ নামের উপন্যাস পাঠকের ভালােবাসা পেয়েছে।