Skip to Content
Filters

author.name

আম্মারুল হক

আম্মারুল হক জন্ম ১৯৯৯ সালের ৫ মে চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী থানায়। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে সম্পন্ন করেছেন কুরআনুল কারীমের হিফজ। এরপর কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রী তাকমিল সম্পন্ন করেছেন চট্টগ্রামের বিখ্যাত প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটাহাজারী মাদ্রাসায়। মাদরাসায় পড়াশোনার পাশাপাশি পড়েছেন জেনারেল ধারায়ও। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে বর্তমানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছেন। তরুণ উদীয়মান এই লেখক ও চিন্তক ইতিমধ্যেই সাড়া ফেলেছেন বইজগতে। তার রচিত, অনুদিত ও সম্পাদিত বই দশের ঘর ছাড়িয়েছে। একাধিক বিষয়ে কাজ করলেও তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন গবেষণাধর্মী লেখায়।