Skip to Content
Filters

author.name

আর কে চৌধুরী

আর কে চৌধুরী R K Chowdhury বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি রেজাউল করিম চৌধুরী (আর কে চৌধুরী) ১৯৪১ সালে নরসিংদীর ঐতিহ্যবাহী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল মান্নান চৌধুরী জিপিওয়াইজ এস্টেটের জমিদার ছিলেন। আর কে চৌধুরীর সামাজিক কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: চেয়ারম্যান, আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, আর কে চৌধুরী হাই স্কুল (সায়েদাবাদ), আর কে চৌধুরী ইউসেফ স্কুল (পোস্তগোলা), আর কে চৌধুরী হাসপাতাল, আর কে চৌধুরী কলেজ ও আর কে চৌধুরী দুস্থ মহিলা সেবা কেন্দ্র (জুরাইন)। প্রতিষ্ঠাতা আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী হাই স্কুল, আর কে চৌধুরী হাসপাতাল নরসিংদী, সবুজ বিদ্যাপীঠ ও ভাষা প্রদীপ, যাত্রাবাড়ী, ঢাকা। সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: প্রাক্তন জি এস কায়েদে আজম কলেজ (বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী কলেজ), প্রাক্তন কমিশনার যাত্ৰাবাড়ী ও ধানমণ্ডি থানা, বঙ্গবন্ধুর নেতৃত্বের সময় আওয়ামী লীগের ট্রেজারার, প্রধান উপদেষ্টা ঢাকা মহানগর আওয়ামী লীগ, ভাইস চেয়ারম্যান বঙ্গবন্ধু পরিষদ, সদস্য কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা ক্লাব, এবিসিসিআই, প্রেসিডেন্ট বাংলাদেশ ম্যাচ ম্যানুফেকচারার এসোসিয়েশন, প্রাক্তন চেয়ারম্যান আলোকবালী ইউনিয়ন, নরসিংদী থানা কাউন্সিল, ঢাকা সিটি কপোরেশন প্রানিং ডেভেলপমেন্ট উপ কমিটি, ডিআইটি (বর্তমানে রাজউক)। প্রকাশিত গ্রন্থসমূহ : ১. স্মৃতির পাতায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু ২. বঙ্গ বাংলা বঙ্গবন্ধু ও বাংলাদেশ ৩. একান্ন থেকে একাত্তর ৪: বধ্যভূমির বিছিন্ন স্মৃতি ৫. একাত্তরের ডায়েরী ৬. দৃষ্টিপাত ৭. সময়চিত্র ৮. সংলাপ ৯. সময়কথন। মহান মুক্তিযুদ্ধে তিনি ২ ও ৩ সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।