Skip to Content
Filters

author.name

আরিফ হাকিম

আরিফ হাকিম (পেশাগত নাম হাকিম আরিফ)। জন্ম : ১লা জুন ১৯৬৯, মাতুলালয় কিশােরগঞ্জের নিকলিতে যদিও তাঁর পিতৃগ্রাম একই জেলার আগরপুর গ্রামে। পেশা : অধ্যাপনা, বর্তমানে ঢাকা। বিশ্ববিদ্যালয়ের যােগাযােগ বৈকল্য বিভাগে পড়াচ্ছেন যেটি ২০১৫ সালে তারই হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়। সৃজনশীল লেখার হাতেখড়ি ছাত্রজীবন থেকেই। দশম শ্রেণিতে পড়ার সময় তাঁর প্রথম গল্প বিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিনে প্রকাশিত হয়। গল্পটি এলাকার সুধীজনের প্রশংসা কুড়িয়েছিল তারপর ছড়া, কবিতা ও গল্প লেখায় হাত পাকানাের অংশ হিসেবে ২০২১ সালে অমর একুশে বইমেলায় প্রকাশ করেন তাঁর প্রথম উপন্যাস ‘একজন আধুলি'। এটি পাঠকমহলে ব্যাপক সাড়া জাগায়।

Books by the Author