আলতাব হোসেন
আলতাব হােসেন জন্ম ১৬ নভেম্বর, ১৯৭৯। নেত্রকোনার সুসং দুর্গাপুর। অনার্স ও মাস্টার্স করেছেন বাংলা ভাষা ও সাহিত্যে। উচ্চশিক্ষা নিয়েছেন জার্মানি ও যুক্তরাষ্ট্রে। পেশা: সাংবাদিকতা। তিনি দৈনিক প্রথম আলাে, দৈনিক সমকাল, দৈনিক আজকালের খবর ও দৈনিক যায়যায়দিনে কাজ করেছেন। স্বীকৃতিস্বরূপ- জাতীয় পরিবেশ পদক-২০১৮, ইউনেস্কো জার্নালিজম অ্যাওয়ার্ড, ইউএনডিপি অ্যাওয়ার্ড, রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার, সার্ক পরিবেশ সাংবাদিক অ্যাওয়ার্ড, ডিকেআই-কৃষি পদক, কৃষি বাংলা পদক, অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারসহ পেয়েছেন অনেক সম্মাননা। তাঁর বেশ কিছু প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রশংসিত হয়েছে। ‘বিশ্বায়ন ও কৃষি অর্থনীতি’, ‘জলবায়ু রাজনীতি’, ‘ধন ধান্য পুষ্প ভরা’, ‘সবুজ বিপ্লব ও খাদ্য নিরাপত্তা’, ‘বদলে যাওয়ার গল্প’, ‘সে রাতে জোসনা ছিল এবং প্রথম দিনের সূর্য'- তাঁর এই বইগুলাে পাঠকপ্রিয়তা পেয়েছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি লেখক বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিবেশ জলবায়ু সাংবাদিক ফোরামের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপাের্টার্স ইউনিটির স্থায়ী সদস্য তিনি। নদীবিষয়ক অলাভজনক উদ্যোগ রিভারাইন। পিপল’-এর সিনেটর। আন্তর্জাতিক বিভিন্ন সভা-সেমিনারে অংশ নিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মেক্সিকো, নেদারল্যান্ডস,অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, মরক্কো, চায়না, ভারত, থাইল্যান্ড, সৌদি আরব, কাতার, দুবাই, ব্রাজিল, পেরু, পােল্যান্ড, চেক রিপাবলিকসহ বিশ্বের ৪২টি দেশ ভ্রমণ করেছেন। বিভিন্ন টিভি চ্যানেলের টক শােতে নিয়মিতই অংশ নেন তিনি।