Skip to Content
Filters

author.name

আলমগীর আলম

আলমগীর আলম খাদ্যপথ্য ও আকুপ্রেশার নিয়ে কাজ করেন, দেশে যে ক'জন বিকল্প চিকিৎসা নিয়ে কাজ করছেন তারমধ্যে তিনি শীর্ষস্থানীয়। আকুপ্রেশার চিকিৎসা মানুষের মাঝে পৌঁছে দেয়ার জন্য দীর্ঘ একদশক ধরে প্রাতিষ্ঠানিক ভাবে কাজ করছেন। বিকল্প চিকিৎসা ব্যবস্থা আন্দোলনের রূপ দিয়েছেন। তিনি ইউটিউবে বাংলা ভাষায় জনপ্রিয় স্বাস্থ্যবক্তা । লেখালেখি করেছেন। সেবইগুলো- ঔষধ প্রকৃতিতে, স্বাস্থ্য নিজের হাতে আকুপ্রেসার: সহজ প্রাকৃতিক চিকিত্সা প্রকৃতি ও সুস্থতা চিকিৎসায় মাফিয়া এছাড়া নিয়মিত জাতীয় পত্রিকা তার লেখা প্রকাশিত হয়। ঔষধমুক্ত জীবন যাপনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করেন। তার খাদ্যপথ্য বিকল্প চিকিৎসায় নতুন ধারণা জন্ম দিয়েছে। বিশেষ করে তিনি যখন পুরোনো কথাটা জোর দিয়ে বলেন, 'খাদ্যই বিষ খাদ্যই ঔষধ । কোন খাদ্য বিষ কোন খাদ্য ঔষধ এই কথাগুলোকে সামনে এনেছেন। তার সাথে কিছু পথ্য বিষয় জানা থাকলে মানুষ অসুস্থতার নির্মম হাত থেকে রক্ষা পেতে পারে। যেখানে বিশ্বব্যাপী চিকিৎসা মাফিয়াদের দখলে, সেখানে ঔষধমুক্ত জীবনযাপনের কথা বলা একটি আন্দোলনের মতো শোনায়, তার অভিজ্ঞতা থেকে যেটা প্রতিমান হয় যে, মানুষের চিকিৎসার জন্য ঔষধের চেয়ে খাদ্যে শৃঙ্খলা জরুরি। মানুষ যে খাবার খেয়ে অসুস্থ হয়েছেন, সেই বাবার বন্ধ না করবে ততদিন মানুষ সুস্থ হবে না, সেক্ষেত্রের যতই তিনি ঔষধ খান না কেন। মানুষের সুস্থ অন্যতম শর্ত হচ্ছে বিশুদ্ধ খাবার ।