Skip to Content
Filters

author.name

আলহাজ্ব প্রফে. ড. মোহাম্মদ আলমগীর

আলহাজ্ব প্রফেসর ড. মােহাম্মদ আলমগীর ১৯৫৮ সালের ২০ মার্চ, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলাধীন নাগপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম মােহাম্মদ আব্দুর রউফ ও মাতা বেগম সুফিয়া খাতুন। ড. মােঃ আলমগীর বিপ্ৰবগদিয়া হাইস্কুল থেকে ১৯৭৩ সালে। এস.এস.সি, শৈলকুপা সরকারি কলেজ থেকে ১৯৭৫ সালে। এইচ.এস.সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ থেকে ১৯৭৮ সালে বি.এ অনার্স এবং ১৯৭৯ সালে এম.এ পাস করেন। “বাংলার মুসলিমদের সমাজ জীবনে ঢাকার নওয়াব পরিবারের অবদান” শীর্ষক অভিসন্দর্ভের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ২০০০ সালে পি-এইচ.ডি ডিগ্রী প্রদান করে। তিনি ১৯৮২ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরে রেজিস্ট্রেশন অফিসার পদে যােগদান করেন এবং ১৯৮৯ সালে উক্ত জাদুঘরের একটি শাখা আহসান মঞ্জিল জাদুঘরে উপ-কীপার (শাখা জাদুঘর প্রধান) পদে নিযুক্ত হন। ১৯৯৫-৯৮ সাল পর্যন্ত তিনি চট্টগ্রামস্থ জিয়া স্মৃতি জাদুঘর পরিচালনার দায়িত্ব পালন করেন। ২০১২ সালে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরে কীপার (ডাইরেক্টর), সংরক্ষণ রসায়নাগার বিভাগ পদে পদোন্নতি পান। দীর্ঘদিনের সাফল্যের সাথে চাকরি করে ২০১৮ সালে তিনি কীপার (জাতিতত্ত্ব বিভাগ) হিসেবে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ’-এর ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগে অধ্যাপনার কাজ করছেন। ২০১৮ সালে তিনি সস্ত্রীক হজ্ব সম্পন্ন করেন। চাকরির পাশাপাশি প্রফেসর ড. মােহাম্মদ আলমগীর গভীরভাবে গবেষণার কাজে আত্মনিয়ােগ করেন। তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত সেমিনার এবং একাডেমিক সম্মেলনে বহুবার গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলা ও ইংরেজিতে তাঁর ২২টি গবেষণামূলক প্রবন্ধ দেশী ও বিদেশী রিচার্স জার্নালে এবং শতাধিক প্রবন্ধ বিভিন্ন স্মরণিকা, সাময়িকী ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।