আলহাজ্ব মো. খসরু চৌধুরী সিআইপি
আলহাজ্ব মো. খসরু চৌধুরী সিআইপি দেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও কলামিস্ট। তিনি দেশের শীর্ষস্থানীয় বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান নিপা গ্রুপের চেয়ারম্যান। প্রচণ্ড মেধাবী, বিচক্ষণ এবং দূরদৃষ্টিসম্পন্ন খসরু চৌধুরী বাংলাদেশের শিল্প ও বাণিজ্যখাতকে সুসংহত করতে নিপা গ্রুপ প্রতিষ্ঠা করেন । তিনি বর্তমানে বিজিএমই-এর পরিচালক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা আর আপন তাগিদে দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই দানশীল মহান ব্যক্তি অনেক মানুষের চিকিৎসার ব্যয়ভার বহন করে করে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন। সমাজসেবায় তাঁর অবদান উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বন্যা, সাইক্লোন, টর্ণেডো, ঘূর্ণিঝড়সহ যেকোনো দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ান নিপা গ্রুপ, কেসি ফাউন্ডেশন ও আলহাজ্ব মো. খসরু চৌধুরী সিআইপি। কন্যাদায়গ্রস্ত পরিবারের মেয়েকে সৎপাত্রের হাতে তুলে দেয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজসহ নানা প্রতিষ্ঠানে অকাতরে দান করে নিপা গ্রুপ ও কেসি ফাউন্ডেশন। দেশের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে গড়ে তুলেছেন কেসি হাসপাতাল ও কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ।