Skip to Content
Filters

author.name

আলহাজ্ব মো: আবদুস ছাত্তার

আলহাজ্ব মাে: আবদুস ছাত্তার ছিলেন একজন আদর্শ শিক্ষক-সাদা মনের মানুষ। এই মানুষ গড়ার কারিগর তাঁর জীবদ্দশায় পরিণত হয়েছিলেন একটি প্রতিষ্ঠানে। তিনি ১৯২৬ সনে নওগাঁ জেলার রাতােয়ালের ঐতিহ্যবাহী সরদার পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত রাতােয়াল আরএন (রবীন্দ্রনাথ) হাইস্কুল সংলগ্ন রাতােয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং কালিগ্রাম পরগণার জমিদারি পতিসরের কাচারী বাড়ি সংলগ্ন কালিগ্রাম আরএন (রথীন্দ্রনাথ) ইন্সটিটিউটে পড়াশােনা শেষে ১৯৪৬ সনে রাজশাহী কলেজে ইন্টারমিডিয়েট ক্লাসে ভর্তি হন। অকস্মাৎ পিতার ইন্তেকালের কারণে আর প্রাতিষ্ঠানিক অধ্যয়ন করতে পারেননি। পূর্বপুরুষের জীবন সংগ্রামের কাহিনী জানার পর শেকড়ের সন্ধানে তিনি ব্রতী হন। দীর্ঘ অনুসন্ধানের পর খুঁজে পান তার অষ্টম পূর্বপুরুষ নবাব সিরাজউদদৌলার বিশ্বস্ত ওমরাহ এবং দূত চান মােহাম্মদ সরদারের মুর্শিদাবাদস্থ বাস ভবনের ধ্বংসাবশেষ। তাঁর সারা জীবনের লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি আর জীবনবােধের সহজ-সরল উপস্থাপনা এই আত্মজীবনী। এ ছাড়াও তাঁর ‘আমার হজ্জ ও জিয়ারত' এবং ইসলামী জীবন ব্যবস্থা ও দর্শন' নামে আরাে দুটি অপ্রকাশিত পাণ্ডুলিপি রয়েছে। মাস্টার সাহেবের জীবন নিবেদিত ছিল জ্ঞান চর্চা আর শিক্ষকতার মহান পেশায়। শিক্ষকতা জীবনের সিংহভাগ সময় রাতােয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। আজীবন আলাের ফেরিওয়ালা হিসেবে শিক্ষা-সংস্কৃতি আর মূল্যবােধের চর্চার মাধ্যমে মানবতার সেবা করে ২০০৩ সনের ৬ আগস্ট ফজরের ওয়াক্তে যার কাছ থেকে এসেছিলেন সেই পরম স্রষ্টার কাছে তিনি চলে গিয়েছেন। রেখে গিয়েছেন এক পুত্র, চার কন্যা, নাতি-নাতনী, স্বজন, ছাত্রছাত্রী, অগণিত গুণগ্রাহী আর শ্রদ্ধাভরে স্মরণযােগ্য এক ঐতিহ্য।