Skip to Content
Filters

author.name

আলী আর্সলান

আলী আর্সলান জন্ম ১৯৫০ সালের ২৭ ডিসেম্বর রাজশাহী শহরের হেতমখা এলাকায়, দাদাবাড়িতে। পিতা ভাষাসৈনিক আব্দুস সাত্তার, মাতা হামিদা বেগম। পিতার কর্মসূত্রে তার শৈশব ও কৈশাের কেটেছে রাজশাহীর আড়ানীতে। আলী আর্সলানের পিতা ছিলেন আড়ানী মনােমােহিনী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে গেরিলা মুক্তিযােদ্ধা হিসেবে অংশ নেন আলী আর্সলান। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশােনা করেছেন । রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। প্রথম কর্মজীবন শুরু করেন আড়ানী ডিগ্রি কলেজে শিক্ষক হিসেবে। পরবর্তী সময়ে জনতা ব্যাংকে অফিসার হিসেবে। যােগদান। বর্তমানে অবসরে রয়েছেন রাজশাহীর স্থায়ী নিবাসে।। তিনি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ছােটবেলা থেকেই তিনি ছড়া, গল্প, প্রবন্ধ লেখেন। বিভিন্ন পত্রপত্রিকায় তা ছাপাও হয় নিয়মিত। ছড়ায় সােনামণি’ বই আকারে তার প্রথম প্রকাশ।