Skip to Content
Filters

author.name

আশনা হাবিব ভাবনা

আশনা হাবিব ভাবনা অভিনয় শিল্পী হিসেবে পরিচিতি পেলেও শিল্পকলার অন্যান্য মাধ্যমে তাঁর রয়েছে নিজস্ব বিচরণ। স্কুলে যাওয়ার আগে থেকেই নিয়েছেন শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষণ, ফলস্বরূপ জাতীয় পুরস্কারসহ নানান পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। পারিবারিক সাংস্কৃতিক পরিমণ্ডলের কারণে ছােটবেলা থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখির অভ্যাস ছিল তার। এছাড়াও সামাজিক। যােগাযােগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে লেখালেখি করেন নিয়মিত। সাম্প্রতিক সময়ে ছবি আঁকা শুরু করেও পাচ্ছেন। ভূয়সী প্রশংসা। লেখা, আঁকা অথবা অন্য কোনাে শৈল্পিক প্রকাশে তার রয়েছে নিজস্বতার ছাপ, তাই এই বইয়ে লেখা। কবিতাগুলাে একেবারেই তাঁর নিজস্ব চিন্তার প্রতিফলন।। হয়তাে কবিতা হয়তাে অনুভূতি, যখন যা মনে এসেছে তাই লিখে গেছেন আপন মনে সত্য অনুভবে। কবিতার আঁতুড়ঘরে আশনা হাবিব ভাবনা সদ্য ভূমিষ্ঠ এক কবি, তাঁর এ কাব্যযাত্রাপথ কুসুমিত হােক এই কামনা করি।