Skip to Content
Filters

author.name

আসাদ রহমান

আসাদ রহমানের জন্ম ও বেড়ে ওঠা। দিনাজপুরে, যেখানে কেটেছে প্রাতিষ্ঠানিক শিক্ষার ষােল বছর। পড়াশােনার বাকী পর্ব সমাপ্ত হয়েছে ঢাকাতে, ঢাকা কমার্স কলেজে। উচ্চ মাধ্যমিক এবং জাহাঙ্গীরনগর। বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে। নৃবিজ্ঞান বিষয়ে স্নাতক। এবং স্নাতকোত্তর অধ্যয়ন শেষ করবার পর । তিনি নিজেকে একজন উন্নয়নকর্মী হিসেবে। নিয়ােজিত করবার পাশাপাশি লেখালেখিতে। মনােনিবেশ করেন, যার সূত্রপাত ঘটে। সামহােয়্যার ইন ব্লগের হাত ধরে। অগ্নি সারথি’ ছদ্মনামে লেখালেখি করা এই ব্লগার সর্বদা চেষ্টা করেছেন তার অর্জিত নৃবৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে তার লেখনীতে প্রান্তিক জনগােষ্ঠীর কণ্ঠস্বর তুলে নিয়ে আসবার। যার। স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে তিনি বাংলাদেশ। হতে ডয়েচ ভেলে কর্তৃক ‘বেস্ট অফ অনলাইন। এক্টিভিজম' এওয়ার্ডের জন্য মনােনীত হন।। লেখালেখিকে তিনি আন্দোলন হিসেবে বিবেচনা করেন এবং তিনি বিশ্বাস করেন। লেখনীর মধ্য দিয়েই একদিন পৃথিবীর সকল মানুষের বিবেক জাগ্রত হবে, যে বিবেক। মানুষের মধ্যে উঁচু-নিচু, ধনী-গরীব, নারীপুরুষ সাদা-কালাে সহ জাত-পাতের সকল বিভেদ ঘুচিয়ে দিয়ে একটা বৈষম্যহীন সমাজ। গড়ে দেবে যেখানে মানুষ পরিচিত হবে শুধুই মানুষ হিসেবে। লেখকের পূর্ব-প্রকাশিত উপন্যাস ‘নজরবন্দী’ পাঠক মহলে বেশ আলােড়ন সৃষ্টিকারী একটি উপন্যাস হিসেবে বিবেচিত হয়েছিল।

Books by the Author

280.00 ৳ 350.00 ৳ 280.0 BDT
144.00 ৳ 180.00 ৳ 144.0 BDT