Skip to Content
Filters

author.name

আসিব রায়হান

আসিব রায়হান কথাসাহিত্যিক আসিব রায়হান পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, নেশায় একজন লেখক। ছােটগল্পের বই ‘এডিসনের মা’র মাধ্যমে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর প্রকাশিত হয়েছে ভ্রমণ সাহিত্য ‘দেশে বিদেশে মুসাফিরের বেশে’ ও উপন্যাস ‘মহাতরু। হােক সেটা গ্রামের আবহ কিংবা শহুরে জীবনের চাঞ্চল্য, উভয় ভাব প্রকাশেই তিনি তাঁর লেখায় সমান পারদর্শিতা দেখান। তাঁর লেখায় আবেগ ও বাস্তবতার এক অপূর্ব মেলবন্ধন পাওয়া যায়। সর্বোপরি, তিনি সৃজনশীলতার মাধ্যমে অবচেতন সত্তার উন্মেষ ঘটান, সৃষ্টি করেন নিত্যনতুন জগৎ |