Skip to Content
Filters

author.name

আহাদুজ্জামান মোহাম্মদ আলী

আহাদুজ্জামান মােহাম্মদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযােগাযােগ ও সাংবাদিকতা। বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। ২০১৮ সালে অবসর গ্রহণ করেন। শিক্ষকতার পূর্বে তিনি কিছুকাল একটি ইংরেজি সংবাদপত্রে সহকারী সম্পাদক ছিলেন। পিএইচডি করেছেন যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে। উল্লেখযােগ্য প্রকাশিত গ্রন্থ ‘Communication and Political Socialization'. ‘এইসব অনুভব’ তার দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রথমটি নক্ষত্র নিভে যায়”।