Skip to Content
Filters

author.name

ইমতিয়াজ মাহমুদ

ইমতিয়াজ মাহমুদ ইমতিয়াজ মাহমুদের জন্ম ১৯৮০ সালের ২৪ ফেব্রুয়ারি, ঝালকাঠি জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতক। ফরাসি বার্তা সংস্থা এএফপিতে এক বছর কাজ করার পর ২০০৬ সাল থেকে সিভিল সার্ভিসে কর্মরত। `পেন্টাকল' বইয়ের জন্য পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার। প্রথম কবিতা `দীর্ঘশ্বাসে' প্রকাশিত হয় ১৯৯৯ সালে পাক্ষিক শৈলী পত্রিকায় ।