Skip to Content
Filters

author.name

ইমরান হোসাইন আদিব

ইমরান হোসাইন আদিব রংপুর জেলায় পীরগঞ্জ উপজেলার টুকনিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আব্দুল লতিফ, মা মমতা বেগম। নিজ উপজেলায় নিম্নমাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পড়াশোনা সম্পূর্ন করেন। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে স্নাতক অধ্যায়নরত। তিনি সবসময় আশা করেন তার লেখনীর মাধ্যমে সুন্দর সবকিছু ছড়িয়ে পড়ুক এবং ভালোবাসায় ভালোথাকুক মন খারাপের শহরে থাকা প্রতিটা মানুষ। কাঠগোলাপ এবং নিয়তির কাঁটাতার তার প্রকাশিত বই।