Skip to Content
Filters

author.name

ইলা মিত্র

ইলা মিত্র। জন্ম ১৮ অক্টোবর, ১৯২৫, কলকাতা শিক্ষা : এমএ বাংলা সাহিত্য কর্মজীবন : অধ্যাপনা, কলকাতা সিটি কলেজ রাজনৈতিক জীবন : অবিভক্ত বাংলায়। কমিউনিস্ট পার্টির সদস্য। ১৯৪৬ সালে। রমেন মিত্রের সঙ্গে বিয়ের সুবাদে চাপাই নবাবগঞ্জের রামচন্দ্রপুর পরিবারে বধূমাতা হিসেবে আগমন করেন। স্থানীয় ছেলেমেয়েদের শিক্ষার জন্য গ্রামীণ বিদ্যালয় স্থাপন এবং এরপর ক্রমে কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। নাচোলে তেভাগা আন্দোলনের নেতৃত্বদানকালে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে নিষ্ঠুর নির্যাতনের শিকার হন। ইলা মিত্র। চার বছর কারাভােগের পর মুক্তি পেয়ে কলকাতা চলে যান। পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন চার দফা ১৩ অক্টোবর ২০০২ ইলা মিত্রের জীবনাবসান ঘটে।