Skip to Content
Filters

author.name

ইসমত আরা প্রিয়া

ইসমত আরা প্রিয়া তরুণ লেখক ইসমত আরা প্রিয়ার জন্ম কুষ্টিয়া জেলায়। পড়ালেখা করেছেন বাংলা সাহিত্যে। ভালোবাসেন বই। সেই কিশােরীকাল থেকেই বিচিত্র সব ভাবনা লিখে রাখতে পছন্দ করেন। রাগ,অভিমান, ভালােবাসা- সব কিছুই তিনি জমাতেন কাগজের পৃষ্ঠায়, ডায়েরিতে। লেখালেখি তার কাছে সাধনা। সেই সাধনায় ব্রতী দীর্ঘদিন। লেখক হয়ে ওঠার সাধনায় এগিয়ে যাচ্ছেন একটু একটু করে। ইতিমধ্যে প্রকাশিত 'কান্নাগুলাের প্রার্থনা', 'আওয়াজ' এবং তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে লেখা 'যাবজ্জীবন' উপন্যাস তিনটি পাঠক সমাদৃত হয়েছে। এছাড়াও প্রকাশ পেয়েছে নীলপদ্ম’ নামে একটা কবিতার বই। নিজের অনুভূতিগুলােকে শব্দশৈলীতে তুলে আনতে লিখছেন নিরন্তর। লেখালেখি নিয়েই কাটাতে চান বাকি জীবন।