Skip to Content
Filters

author.name

ইসমাত আরেফিন খান

ইসমাত আরেফিন খান শৈশব কেটেছে বিক্রমপুরের দীঘিরপাড় গ্রামে। ছােটবেলা থেকেই অসাধারণ মানুষ শিক্ষক। বাবার অনুপ্রেরণায় বই পড়ার।আগ্রহ তৈরি হয়েছিল। অর্থনীতিতে স্নাতকোত্তর শেষে এবি ব্যাংকে শিক্ষানবিস কর্মকর্তা (প্রবেশনারী অফিসার) হিসেবে। ১৯৯২ সালে কর্মজীবন শুরু। বর্তমানে স্বামী ও একমাত্র মেয়ে। রেয়াকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস। পেশায় স্কুল শিক্ষক। বই পড়া, ভ্রমণ, গান শােনার মতােই কল্পনাবিলাসে ভাসতে ভালােবাসেন। অবসরে। পৃথিবীর যেখানেই বসবাস হােক-না কেন নিজ দেশ ও মাটির সাথে যে শিকড়ের বন্ধন সেখানেই অন্তর্গত সত্তার অবিরাম বসবাস।

Books by the Author