ইসরাত মিতু
ইসরাত মিতু জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তার বাবা। প্রয়াত মােঃ মনিরুল ইসলাম, মা-শারমিন ইসলাম। তিন ভাই-বােনের মধ্যে তিনি সবার বড়। ইসরাত। মিতু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন। করেছেন। ছােটবেলা থেকেই কবিতা ও সাহিত্য। চর্চায় নিমগ্ন তিনি। ভ্রমণ পিয়াসী ইসরাত মিতু। লেখালেখির পাশাপাশি গল্প ও কবিতার বই পড়তে। ভালােবাসেন। একজন মানবিক ও সংবেদনশীল। মনের মানুষ ইসরাত মিতু তাঁর লেখায় নিজ ভাবনায় আপন মনে বুনে যাওয়া শব্দের গাঁথুনি তুলে ধরেন। নিজস্ব ভঙ্গিমায়। তাঁর লেখা স্বপ্ন দেখায়, পাঠক | হৃদয়কে আলােড়িত করে। নান্দনিক শব্দের দারুণ। বুননে রচিত ‘অগ্নিপ্লাবন’ কবি ইসরাত মিতুর দ্বিতীয়। কাব্যগ্রন্থ। এ গ্রন্থের প্রতিটি লেখায় কবির কল্পনা শক্তি প্রকাশের দক্ষতা এবং অনুভূতি ও অভিজ্ঞতার প্রকাশ ঘটেছে পূর্ণরূপে। কবিতার প্রত্যেক শব্দগুচ্ছের উপমা, রূপক আর বিষয় ব্যঞ্জনায় তিনি তুলে এনেছেন সমাজ এবং জীবনের রূপ। যেন। রাত্রি শেষে কুয়াশামাখা ভােরের শিশির-টুপ।। ইতােমধ্যে তাঁর কবিতা পাঠক নন্দিত ও সমাদৃত। হয়েছে সামাজিক যােগাযােগ মাধ্যমে।