Skip to Content
Filters

author.name

ঋতা বসু

ঋতা বসু জন্ম কলকাতায়। শিক্ষা শান্তিনিকেতন ও প্রেসিডেন্সি কলেজে। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশােনা। ছােটদের গল্প ও ছােটগল্প লিখে সাহিত্যের আঙিনায় প্রবেশ। ক্রমশ উপন্যাসেও সমান স্বচ্ছন্দ। পিন্টুমামা চরিত্রটিকে কেন্দ্র করে নানা রহস্য ও অন্যান্য গল্প নিয়ে কিশাের গল্প সংগ্রহ এবং পিন্টুমামা’ ও ‘সঙ্গে পিন্টুমামা'। প্রকাশিত উপন্যাসগ্রন্থ—‘নষ্ট কুসুম’ ও ‘চতুষ্পৰ্ণী। প্রিয় বিষয়— রহস্য ও ইতিহাস। ছােট বড় যে-কোনও ভ্রমণেই সমান আগ্রহী। চিন জাপানের প্রাচীন ক্যালকুলেশন পদ্ধতির নিয়মিত অনুশীলন করেন। লেখালেখির পাশাপাশি শিশুশিক্ষার সঙ্গে জড়িত।