Skip to Content
Filters

author.name

এম আর এ তাহা

এম আর এ তাহা ১৯৩৫ সালের ১৫ অক্টোবর ভারতের মুর্শিদাবাদ জেলার বাবলা গ্রামে ভূ-পর্যটক ও ব্যবসায়ী এম আর এ তাহার জন্ম। প্রয়াত পিতা-মাতা আবদুল কাদের ও খায়রুন্নেছার পাঁচ সন্তানের মধ্যে তিনি চতুর্থ। বিচিত্র ও বর্ণাঢ্য অভিজ্ঞতায় ঋদ্ধ এম আর এ তাহার কর্মময় জীবন। বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বি.এ. পাশ করার পর ১৯৫৯ সালে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন পশ্চিমবঙ্গের তালিবপর হাইস্কলে। ওই স্কুল থেকেই ১৯৫৪ সালে তিনি ম্যাট্রিক পাশ করেন। ১৯৬০ সালে চলে আসেন ঢাকায় এবং আগামসিহ লেনে অবস্থিত সিটি ল কলেজে আইন শাস্ত্র পড়ার জন্য ভর্তি হন। পড়া শেষ না করেই ১৯৬১ সালে হাবিব ব্যাংকে যােগদান করেন। ১৯৭০ সালে শুরু করেন। নিজস্ব ব্যবসা। ব্যবসা তাঁর পেশা হলেও নেশার বিষয়গুলাে বহু বিস্তৃত। মানুষ ও প্রকৃতিকে ভালােবাসার অপ্রতিরােধ্য টানে বেরিয়ে পড়েন যখন-তখন আর ঘুরে বেড়ান দেশ-বিদেশে। সবকটি মহাদেশের প্রায় হপঁয়তাল্লিশটি দেশ তিনি ভ্রমণ করেছেন। দেখেছেন মানুষের জীবনযাত্রা, তাদের আচার আচরণ, শুনছেন। তাদের আনন্দ-বেদনা, উত্থান-পতনের ইতিহাস আর সেই আলােকেই লিখেছেন বেশ কিছু ভ্রমণ কাহিনী কলেজ জীবনে কবিতা লেখা প্রতিযােগিতায় পেয়েছেন প্রথম পুরষ্কার। বঙ্গবন্ধু তাঁর প্রিয় মানুষদের মধ্যে একজন। তাই বঙ্গবন্ধুকে নিয়ে লেখার ইচ্ছা অনেকদিনের। স্বাধীনতার মহানায়ক’ তারই ফসল। তিনি মাল্টিপল ট্র্যাভেল ক্লাব, বাংলাদেশ বুক ক্লাব, বাংলা একাডেমী, সি.আর.পি. এবং প্রবীণ-হিতেষী সংঘসহ বহু প্রতিষ্ঠানের সদস্য। বর্তমানে নেচার কনজারভেশন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।