এম. এ. আজিজ
এম. এ. আজিজ জন্ম ২৫ জানুয়ারি ১৯৭৮। গাজীপুর জেলার। কালিয়াকৈর থানার বার বাড়িয়া গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে প্রাণিবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর। ২০০৫ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু। ২০০৯ সালে সুন্দরবনের বাঘ ও প্রাণপ্রকৃতি নিয়ে। গবেষণার সূত্রপাত। যুক্তরাজ্য সরকার প্রদত্ত কমনওয়েলথ স্কলারশিপের অধীনে ২০১৩ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেন্টে। পিএইচডি গবেষণার শুরু। সুন্দরবনে। বাঘের সংখ্যা নির্ণয়সহ বাঘের জিনভিত্তিক নানা রহস্য উন্মােচন করে ২০১৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন। গবেষণার জন্য। ২০১৮ সালে ডারেল ট্রাস্ট ফর কনজারভেশন বায়ােলজি পুরস্কার পান। সুন্দরবনের বাঘের ওপর প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধসমূহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। ২০১৯ সালের জাতীয় বাঘশুমারির তথ্য বিশ্লেষণে মুখ্য ভূমিকা পালন করেন। বর্তমানে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিষয়ের অধ্যাপক।