এস.এম. নাসিম
এস.এম. নাসিম জন্ম ০৩ জানুয়ারি । পড়েছেন। তাড়াশ ইসলামিয়া পাইলট হাই স্কুল, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে নােমান গ্রুপ’-এ ব্যবস্থাপক পদে কর্মরত আছেন। পিতা আলহাজ্ব আবুল কালাম আজাদ এবং মাতা হালিমা খাতুন। বড়ভাই হাশিম বুরুজ ও স্ত্রী মাজিদা খাতুন তিথি। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি রাজনীতি ভালােবাসেন। ‘পাঁচটি শ্রেষ্ঠ গ্রন্থের আলােচনা তাঁর প্রথম প্রকাশিত বই।