ওবায়েদ আকাশ
ওবায়েদ আকাশ জন্ম ১৯৭৩ সালের ১৩ জুন; রাজবাড়ী জেলার সুলতানপুর গ্রামে। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। পেশা : গণমাধ্যমে | চাকরি। বর্তমান কর্মস্থল : দৈনিক সংবাদ। প্রকাশিত গ্রন্থসংখ্যা : কবিতা, অনুবাদ, গল্প, প্রবন্ধ, সম্পাদনা- সব মিলিয়ে ৪০টি। ২২ বছর ধরে সম্পাদনা করছেন অধুনাবাদী চিন্তার লিটল ম্যাগাজিন ‘শালুক’ (১৯৯৯)। জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি প্রকাশ করেছে তাঁর কাব্য সংকলন ‘উদ্ধারকৃত মুখমণ্ডল’ (২০১৩)। কলকাতা থেকে প্রকাশিত হয়েছে একাধিক গ্রন্থ। দেশ-বিদেশ থেকে পুরস্কার ও সম্মাননা পেয়েছেন একাধিক। উল্লেখযােগ্য : এইচএস বিসি-কালি ও কলম তরুণ কবি পুরস্কার ২০০৮। কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র পুরস্কার ২০০৯। লন্ডন থেকে প্রাপ্ত সংহতি লিটারারি সােসাইটি বিশেষ সম্মাননা পদক ২০১২।