কবীর রানা
কবীর রানা জন্ম ১৯৬৮, কুষ্টিয়ায় । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশােনা করেছেন পাবনা ক্যাডেট কলেজে। ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ঢাকা। বিশ্ববিদ্যালয়ে। সরকারি কলেজে অধ্যাপনা করছেন। লেখেন বিভিন্ন লিটলম্যাগে। সম্পাদিত লিটলম্যাগ নিজকল্পা। প্রকাশিত গল্পগ্রন্থ : জল আসে মানুষের দীঘিতে, মানচিত্রকর, আমাদের গ্রামে একটা পাখিচোর আছে, বিড়াল পােষা প্রতিবেশিনীরা, কোথায় কোথায় ঘুমিয়েছিলাম।