Skip to Content
Filters

author.name

কমলিনী চক্রবর্তী

কমলিনী চক্রবর্তী জন্ম ও বাস কলকাতায়। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একমাত্র পৌত্রী সাহিত্যিক-সাংবাদিক সন্তোষকুমার ঘোষের দৌহিত্রী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির এম এ। পেশা সাংবাদিকতা। ‘বর্তমান’ পত্রিকার সাংবাদিক কমলিনী উচ্চাঙ্গ সংগীত শিখেছেন সুনন্দা পট্টনায়কের কাছে। কাজের সূত্রে লেখালিখি তাঁর নিত্যসঙ্গী। শৈশব থেকেই নেশা ভ্রমণ ৷ এবার সেই নেশা দুই মলাটের মধ্যে বন্দি হল। এর আগে তাঁর অনুলিখন ও সম্পাদনায় দে'জ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে 'রঙ্গমঞ্চে নট্টকোম্পানি' নামক গ্রন্থটি।