কাজী জসিমুল ইসলাম (বাপ্পী কাজী)
কাজী জসিমুল ইসলাম (বাপ্পী কাজী) অনেকে যাঁকে বাপ্পীকাজী নামেই চেনে- তাঁকে আমি একটা নামেই অনেকভাবে চিনি । ডাকি একটা নামেই-বাপ্পী। কাছের মানুষেরা বাপ্পীকে চেনে বহুভাবে।সর্ম্পকে থাকা একেকজন মানুষের নিজস্ব বর্ণনায়একটা মানুষ বিচিত্র ভাবেবর্ণিত হয়।সর্ম্পকই মানুষের বিশেষত্ব আবিস্কার করতে পারে।