কাজী শামীম আহমেদ
কাজী শামীম আহমেদ ষাটের দশকের শুরুতে পুরান ঢাকায় জন্ম। শিক্ষাজীবন, বড় হওয়া সেখানেই । জগন্নাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন । পৈতৃক নিবাস সোনারগাঁওয়ের কাঁচপুরে । বেড়ে উঠেছেন সাংস্কৃতিক পরিমণ্ডলে। বাবা প্রয়াত মুক্তিযোদ্ধা, পেশায় ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, নেশায় কণ্ঠশিল্পী, গীতিকার, নাট্যকার, গল্পকার, ফুটবলার। বাবার উৎসাহে স্কুলজীবন থেকে লেখা আর মঞ্চনাটকে হাতেখড়ি। ছিলেন খেলাঘরের সদস্য, সেই সুবাদে দৈনিক সংবাদের খেলাঘরের পাতায় নিয়মিত লেখালেখি। আশির দশকে বিভিন্ন ম্যাগাজিনে বেশকিছু গল্প প্রকাশিত হয়। ১৯৮৮ থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী। বেশকিছু ছোট নাটক লিখেছেন। নিউইয়র্কে বাংলাদেশ থিয়েটার অফ আমেরিকার নিয়মিত সদস্য। বেশকিছু মঞ্চ নাটক এবং টিভি নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন। নিউ ইয়র্কে তার লেখা দর্শকপ্রিয় মঞ্চনাটক 'বলিউড ফ্যান্টাসি'। চ্যানেল আইয়ের জন্য লিখেছেন ঈদের বিশেষ নাটক ‘আমেরিকান ড্রিম’। 'মনের বর্তমানে ‘পেন্সিল’, ‘অন্যপ্রকাশ', ‘ক্যানভাস', খেলাঘর', ‘বিশ শব্দের গল্প' খোলাকাগজ-এর মতো সৃজনশীল গ্রুপে গল্প, ছড়া লিখে পাঠকপ্রিয়তা অর্জন করেছেন। সেইসব লেখা থেকে বাছাই করা গল্প আর অণুগল্পের পরিমার্জিত প্রয়াস তার এই প্রথম গল্পগ্রন্থ ‘মাস্কিয় ভালোবাসা এবং ব্ল্যাকমেল' ।