Skip to Content
Filters

author.name

কামরুল ইসলাম

কামরুল ইসলাম। সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগরে জন্ম। বাবা শিক্ষাবিদ মাে. শাহজাহান আলী, মা জাহানারা বেগম। জন্ম ৩রা মার্চ ১৯৬৮, বাংলায় ১৯শে ফায়ূন ১৩৭৪। কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ও কপিলমনি কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাঠ শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশােনা করেন। সকল ন্যায্য আন্দোলন ও মুক্তবুদ্ধির যুক্তিবাদী হিসেবে শিক্ষাঙ্গণে পরিচিতি ঘটে। বাগ্মিতায় যৌক্তিবােধ, অসাম্প্রদায়িক ভাবনায় তৈরি হয় তার মানসভূমি। তিনি স্নাতকে (সম্মান) একমাত্র প্রথম শ্রেণি ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হন। পেশাজীবন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বাংলা বিভাগে শুরু হয়। আট বছর পর ২০০১ সালে পেশা ত্যাগ করেন। ছাত্রজীবন থেকেই লেখার সঙ্গে মুক্তিবুদ্ধির ভাবনা, মহান মুক্তিযুদ্ধের স্বাপ্নিক অনুভূতি নিয়ে তার চলা শুরু। ইতােপূর্বে আমাদের প্রিয় মানুষ নামক একটি সম্পাদিত গ্রন্থ প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ থেকে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পদক-২০১০ এবং স্বদেশি সাংস্কৃতিক শিল্পীগােষ্ঠী কর্তৃক বিশেষ সম্মাননা পদক-২০১০ পান। ব্যক্তিগত জীবনে একমাত্র সন্তানের জনক। নাম জায়সী সরােয়ার সৃজন।।