Skip to Content
Filters

author.name

কিশোর নজরুল

কিশোর নজরুল (প্রকৃত নাম- মােঃ নজরুল ইসলাম খান) জন্মঃ ১৯৬৯ সনে, নিজ বাড়ীঃ জাফরাবাদ (মাস্টার বাড়ী), ডাকঘরঃ জঙ্গলবাড়ী, উপজেলাঃ করিমগঞ্জ, জেলাঃ কিশােরগঞ্জ। পিতাঃ মােঃ আশরাফ আলী খান, মাতাঃ আবেদা খাতুন। মমতা।। স্ত্রীঃ দিলােয়ারা বেগম নাসরিন, সন্তানঃ তাহিয়া নাওয়ার এবং হাসিন তাজওয়ার খান। শৈশব কেটেছে গ্রামের বাড়ীতে। গ্রামের মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শেষে ঈশাখাঁর স্মৃতি বিজরিত জঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণি। কৈশাের কেটেছে নরসুন্দা নদের পাড়ে কিশােরগঞ্জ শহরে। কিশােরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় হতে ১৯৮৫ সনে মাধ্যমিক এবং গুরুদয়াল সরকারী কলেজ হতে ১৯৮৭ সনে উচ্চ মাধ্যমিক। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৭-৮৮ ব্যাচে গণিতে সম্মান ও ১৯৯১ সনে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন। ক্লোজড সাইনে ডাইয়ের ফাঁদে সেসন জটে চার বছরের। পড়া আট বছরে শেষ হয়। কর্মজীবন শুরু ১৯৯৭ সনে কর্মসূচী সংগঠক পদে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক এ যােগদানের মাধ্যমে। ব্র্যাকে নয় মাস ফেনী ও লক্ষ্মীপুর জেলায় কাজ করার পর বিআরসি-১৯৯৮ নিয়ােগ প্রক্রিয়ায় অফিসার (সাধারণ) পদে জনতা ব্যাংকে যােগদান। জনতা ব্যাংকের দুই বছরের কর্মকাল পুরােটাই সিলেট জেলায়। পরবর্তীতে বিআরসি-২০০০ নিয়ােগ প্রক্রিয়ায় সিনিয়র অফিসার পদে কর্মসংস্থান ব্যাংকে যােগদান। বর্তমানে সহকারী মহাব্যবস্থাপক পদে কর্মরত। কর্মসংস্থান ব্যাংকের চাকুরীতেই দেশের বিভিন্ন জেলার জনজীবন ও তাদের সংস্কৃতি সম্পর্কে জানার সুযােগ হয়েছে।