Skip to Content
Filters

author.name

ক্ষিতিমোহন সেন

ক্ষিতিমোহন সেন জন্ম ১৮৮০, কাশীতে। কাশী কুইন্স কলেজ থেকে সংস্কৃতে এম এ। কর্মজীবন শুরু চরাজ্যের শিক্ষাবিভাগে। ১৯০৮ সালে রবীন্দ্রনাথের আহ্বানে ব্রহ্মচর্যাশ্রমে যােগদান, পরে বিদ্যাভবনের অধ্যক্ষ, কিছুদিন বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য। লােকসংগীত ও ছড়া সংগ্রহের জন্য তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছেন। কবীর, দাদু, মধ্যযুগীয় মরমিয়া সাধক এবং বাউলদের গানের সুসংবদ্ধ সংগ্রহ তার। অসামান্য কৃতিত্ব। তাঁর উল্লেখযােগ্য গ্রন্থ: ভারতীয় মধ্যযুগের সাধনার ধারা, দাদু, ভারতের সংস্কৃতি, বাংলার সাধনা, জাতিভেদ, হিন্দু মুসলমানের যুক্তসাধনা, বলাকা কাব্য পরিক্রমা, বাংলার বাউল, চিন্ময় বঙ্গ, প্রাচীন ভারতে নারী, যুগগুরু রামমােহন, Hinduism. রবীন্দ্রনাথের ‘ওয়ান হান্ড্রেড় পােয়েমস অফ কবীর’ গ্রন্থটি ক্ষিতিমােহনের কবীর-বচন সংগ্রহ অবলম্বনে রচিত (১৯১৪)। বিশ্বভারতীর প্রথম ‘দেশিকোত্তম' (১৯৫২)। মৃত্যু: ১২ মার্চ ১৯৬০।