খাজা আহম্মদ আব্বাস
খাজা আহম্মদ আব্বাস জন্য ৭ জুন ১৯১৪। কে এ আব্বাস নামেই অধিক পরিচিত। ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, ঔপন্যাসিক, এবং উর্দু, হিন্দি এবং ইংরেজি ভাষার একজন সাংবাদিক। তিনি চারবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এবং আন্তর্জাতিকভাবে তার চলচ্চিত্রগুলাে কান। চলচ্চিত্র উৎসবে পালমে ডি’অর (গ্র্যান্ড প্রাইজ) জিতে নেয় (৩টি পালমে ডি’অর মনােনয়নপত্রের মধ্যে) এবং কার্লোভি ভারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল গ্লোব পুরস্কার জিতে নেন। পরিচালক ও চিত্রনাট্যকার হিসাবে খাজা আহমুদ আব্বাসকে ভারতীয় সমান্তরাল বা নব্য-বাস্তবসন্নত সিনেমাগুলির অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয় এবং একজন চিত্রগ্রাহক হিসেবে তিনি রাজ কাপুরের সেরা চলচ্চিত্র রচনার জন্য পরিচিত। তিনি যেসব চলচ্চিত্রে কাজ করেছেন তার মধ্যে ল্লেখযােগ্য : নয়া সংসার (১৯৪১), চিত্রনাট্য, গল্প; ধারতি কিনল ১১৪), চিত্রনাট্যকার, পরিচালক, প্রযােজক; ড. কেতন ক এর কাহানি (১৯৪৬), চিত্রনাট্যকার, গল্প; নেচে নয়র ১১৪৬), চিত্রনাট্যকার; আজ অর কাল। (১৯৪৭), পরচক, আওয়ারা (১৯৫১), স্ক্রিন লেখক, ডায়ালগ; অ্যানহনি (১১৫২), চিত্রনাট্যকার, সংলাপ, গল্প, পরিচালক, প্রযােজক রাহি (১৯৫৩), পরিচালক; মুন্না (১৯৫৪), চিত্রনাট্যকার, পরিচালক, প্রযােজক; শ্রী ৪২০ (১৯৫৫), চিত্রনাট্যকার, সংলাপ, গল্প; জাগতে রাহাে (১৯৫৬), চিত্রনাট্যকার।। ১ জুন ১৯৮৭ সালে ৭২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।