Skip to Content
Filters

author.name

খাদিজা বিনতে মুজাম্মিল

খাদিজা বিনতে মুজ্জাম্মিল। চার ভাই বােনের মাঝে তিনি সবার বড়। বাবা একজন সরকারী কর্মকর্তা। সেই সুবাদে তাকে পাড়ি জমাতে হয়েছে কত শত পথ কত শত গলি তার ইয়ত্তা নেই। চিরচেনা সবুজ এ দেশে থেকেও অনেকটা অচেনাই রয়ে গেছে নিজ শহর। দেখা হয়েছে হরেকরকম মানুষের সাথে, দেখতে হয়েছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ও গল্প। সেই অভিজ্ঞতাপূর্ণ গল্পগুলাের সম্মেলন করতে গিয়েই মূলত তার হাতে কলম। কওমি মাদরাসায় পড়াশােনাতে বেশ আগ্রহী মেয়েটির ছাত্রীজীবনে লেখালেখিতেও আগ্রহের কমতি ছিলাে না। ছােটোবেলায় হরেকরকম ভাবনা মগজে চাষ হতাে, প্রতিনিয়তই সেগুলােকে কলমের তুলিতে ব্যক্ত করার আপ্রাণ চেষ্টা চলতাে। কখনাে লেখাগুলােকে অনেকে পছন্দ করতাে আবার কখনাে সেগুলােকে হাসির খােরাক বানিয়ে অনেকেই মজা লুটতাে। কারাে কোনাে বিদ্রুপে কান না দিয়ে ভুলগুলােকে সাজিয়ে সুন্দর কলাম নির্মাণে মনােযােগী হতাে আবার। সেই ছােট্ট লেখাগুলােই ছিলাে জীবনের শ্রেষ্ঠ দিকনির্দেশক। পরবর্তীতে "হুজুরের বউ” নামক বই দিয়ে এ জগতে নিজের নাম লেখান।