Skip to Content
Filters

author.name

খালেদা ফেরদৌস রুমা

খালেদা ফেরদৌস রুমা পরিচিতি কে.এফ রুমা। আদি নিবাস মুন্সিগঞ্জের রামপালে। সরকারি চাকুরে বাবা আর ব্যাংকার মায়ের তিন সন্তানের মধ্যে আমি বড়। জানুয়ারির ১১ তারিখে মুন্সীগঞ্জ নানি বাড়িতে জন্ম। স্কুল এবং কলেজ মুন্সিগঞ্জেই। ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স করার পর এখন একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত। ব্যক্তিজীবনে একমাত্র মেয়ে এবং স্বামীকে নিয়ে ঢাকায় বসবাস। সাহিত্যের প্রতি আগ্রহ এবং চর্চা স্কুলজীবন থেকেই শুরু। পরবর্তীতে সাহিত্যের ছাত্রী হওয়ায় আগ্রহ এবং চর্চা দুটোই বাড়ে। পেশাগত ব্যস্ততা থাকা সত্বেও লেখার প্রতি ভালােবাসা আর অদম্য ইচ্ছে থেকেই প্রকাশিত হলাে ‘পলাতক।। মানুষ আর প্রকৃতি দেখতে আর জানতে ভীষণ ভালাে লাগে। প্রতিটি মানুষই যেন এক একটি উপন্যাস। তাই মানুষের মন আর চরিত্রের বিশ্লেষণ আমার প্রিয় বিষয়।

Books by the Author