খোন্দকার মোহাম্মদ ইলিয়াস
খোন্দকার মোহাম্মদ ইলিয়াস জন্ম সিরাজগঞ্জে ১৯২৪ সালের ৩রা মে। প্রসিদ্ধ আধ্যাত্মিক নেতা শাহ শরীফ শাহ বরকত আল বােগদাদী বংশের সপ্তম পুরুষ। পিতা খােন্দকার ওছিউজ্জামান। শিক্ষাজীবন গৌরবধন্য। প্রাইমারি, মাধ্যমিক ম্যাট্রিক এবং শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিভাগে ১ম পর্বে সর্বোচ্চ নম্বর পেয়ে চৌ-এন-লাই স্কলারশিপ লাভ। লেখকের রাজনৈতিক জীবন মূলত শুরু হয় ১৯৪১ সালে ভারত রক্ষা আইনে গ্রেফতারের সময় থেকে। ১৯৪৫ সালে কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন এবং বঙ্গবন্ধুর সহপাঠী ও ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। এই সময় তিনি রাজনীতির পাশাপাশি সাংবাদিকতাও শুরু করেন। দেশ বিভাগের পর ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘যুগের দাবী’র সম্পাদনা ও মওলানা ভাসানী প্রতিষ্ঠিত লন্ডন থেকে প্রকাশিত ‘দেশের ডাক পত্রিকার প্রকাশক-সম্পাদক ছিলেন। দেশ বিভাগের পর ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম। লীগ গঠনে সক্রিয় অংশগ্রহণ, পূর্ব পাকিস্তানের যুবলীগ গঠনে সক্রিয় ভূমিকা পালন, যুদ্ধবিরােধী বিশ্বশান্তি আন্দোলনের পূর্ব পাকিস্তান শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। ১৯৫২ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য এবং প্রথম একুশের কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি' গােপনে প্রকাশের পুরাে দায়িত্ব পালন করেন। প্রকাশিত গ্রন্থ ‘ভাসানী যখন ইউরােপে’, ‘কতাে ছবি কতাে গান’, ‘মুজিববাদ' পাঠকমহলে আলােড়ন সৃষ্টিকারী। ভাসানী যখন ইউরােপে’ গ্রন্থখানি আইয়ুর দশকে দুইবার বাজেয়াপ্ত হয়। লেখক সামরিক আইনে নির্যাতন ভােগ করেন এবং কারাগারে বন্দি হন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইশারা রয়েছে এই গ্রন্থখানিতে। মুক্তিযুদ্ধে ঢাকা রেজিস্ট্যান্স কমিটির সদস্য। বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯৫ সালের ১৭ই নভেম্বর তিনি বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন।