খোন্দকার হুমায়ূন কবীর
খােন্দকার হুমায়ূন কবীর জন্ম পাবনা জেলার সুজানগর উপজেলার কামার হাট গ্রামে। পিতা মরহুম খােন্দকার আকবর হােসেন। মায়ের নাম মােছাঃ মনােয়ারা খাতুন। পড়াশােনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। গণযােগাযােগ ও সাংবাদিকতা বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছােটবেলা থেকেই লেখালেখির শুরু। ছড়া কবিতা লিখতে স্বাচ্ছন্দ্য বােধ করেন। দেশের বিভিন্ন কাগজে ছড়া কবিতা গল্প প্রবন্ধ লিখেছেন। তাঁর প্রকাশিত কবিতার বই (১) রংধনু নেমে আসে, (২) নীলকমলের জলে, (৩) জলের অক্ষরে লেখা নাম, (৪) ভালােবাসার রেলগাড়িটা। ছড়ার বই (১) ছড়ায় ছন্দে কিশাের কথা, (২) শিশুর ছড়া। সাংবাদিকতা দিয়ে পেশাজীবন শুরু হলেও সে পেশায় বেশিদিন থাকা হয়নি। বর্তমানে সরকারি চাকরিতে নিয়ােজিত রয়েছেন। পাশাপাশি নিয়মিত লেখালেখি করে চলেছেন।