Skip to Content
Filters

author.name

গাজী হানিফ

গাজী হানিফ জন্ম পাঁচ জুলাই, ১৯৬৯ সালে। হকতুল্লাহ। গ্রামটি তেলীখালী নামক এক কিংবদন্তীজড়ানাে নদের স্বচ্ছ জলে ধােয়া। অবস্থান পটুয়াখালী সদর উপজেলায়। পটুয়াখালী সরকারী কলেজ থেকে বি.কম অনার্স এবং এম.কম শেষে খুলনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রথম শ্রেণিতে বি.এড, বরিশাল সরকারী আবদুর রব সেরনিয়াবাদ টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রথম শ্রেণিতে এম.এড । কবিতা, ছােট গল্প, ছড়া, প্রবন্ধ, উপন্যাস লেখেন। কবিতায় পুরস্কার পেয়েছেন কয়েকবার সাহিত্য তরঙ্গ নামে একটি অনিয়মিত সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। প্রকাশিত উল্লেখযােগ্য কবিতার বই- তােমারেই মনে পড়ে, শতদল, অক্ষরদাতার জলসা ঘরে, লাল গামছা। উপন্যাস- তরঙ্গ, পিতার পান্ডুলিপি। আন্ধারমানিক আড্ডা লেখকের তৃতীয় কিশাের উপন্যাস। লেখালেখির শুরু ইসকুলে পড়া অবস্থায়। স্থানীয় দৈনিক পত্রিকায় স্টাফ রিপাের্টার ছিলেন। ফিচার লিখেছেন। পড়াশােনা শেষে একটি বেসরকারি কলেজে যােগ দেন। সেটা ছেড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যােগ দেন। সেটাও ছেড়ে আবার একটি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে কর্মরত। পছন্দের কাজ পড়া আর লেখা।