Skip to Content
Filters

author.name

গোলাম মঈনউদ্দিন

গোলাম মঈনউদ্দিন ভাষা সৈনিক, সাংবাদিক, কলামিস্ট গােলাম মহিউদ্দিনের জন্ম ১৯৩২ সালের ৩০ জুন জলপাইগুড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার পিতা ছিলেন বগুড়ার বিশিষ্ট আইনজীবী খিলাফত আন্দোলনের অন্যতম নেতা এবং পরবর্তীকালে জেলা আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। মেধাবী ছাত্র গােলাম মহিউদ্দিনের শিক্ষা জীবন কাটে বগুড়া জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী গ্রহণের পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তাঁর সাংবাদিক জীবন শুরু হয় বাংলাদেশ (তদানীন্তন পাকিস্তান) অবজারভার পত্রিকায়। দীর্ঘদিন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হিসেবে তিনি অবজারভার-এ কর্মরত থাকা ছাড়াও পাকিস্তান আমলের এ. পি. পি.-র দিল্লী প্রতিনিধি হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। পাকিস্তান প্রতিষ্ঠার প্রথম দিকে দীর্ঘদিন তিনি সাপ্তাহিক নওবেলাল, দৈনিক আজাদ, করাচীর দৈনিক ডন প্রভতি পত্রিকার রিপাের্টার হিসেবে কাজ করেন। মত্যর আগ পর্যন্ত তিনি জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন পত্রিকায় কলাম লিখতেন। ছাত্র বয়সেই গােলাম মহিউদ্দিন বামপন্থী ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েন। তিনি বাহান্নর ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নেন। ১৯৫২ সালে তিনি ছিলেন বগুড়া জেলা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক। ভাষা আন্দোলনে অংশগ্রহণের দায়ে তাকে কারাভােগ করতে হয়। ১৯৫৪ সালে। তদানীন্তন পাকিস্তানে ৯২ ক ধারা জারী হলে তিনি পুনরায় গ্রেফতার হন। পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন কালে তিনি দীর্ঘকাল ঢাকা, কলিকাতা, দিল্লী ও রাওয়ালপিন্ডিতে বাস করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ প্রভৃতি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন। ১৯৭২ সালে মুক্তধারা কর্তৃক প্রকাশিত তাঁর ‘পিন্ডির ষড়যন্ত্র ও বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থ সুধীমহলে বিপুল আলােড়ন সৃষ্টি করে। গােলাম মহিউদ্দিন ১৯৯৬ সালের ১৭ নভেম্বর বগুড়ায় ইন্তেকাল করেন।

Books by the Author

200.00 ৳ 250.00 ৳ 200.0 BDT