Skip to Content
Filters

author.name

গোলাম সামদানি ডন

গোলাম সামদানি ডন ডন সামদানি ফ্যাসিলিটেশন এন্ড কনসালটেন্সি এর প্রধান ইন্সপিরেসনাল অফিসার গোলাম সামদানি ডন। ডন সামদানি একজন "নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং (এনএলপি)" প্রশিক্ষক, এনএলপি ওয়ান টু ওয়ান প্রশিক্ষক এবং কর্পোরেট ট্রেনার। গ্রামীনফোন, এ সি আই, টার্গেট অস্ট্রেলিয়া, ইস্টার্ন ব্যাংক লিমিটেড তার বিশাল ক্লায়েন্ট লিস্টের ছোট একটি অংশ মাত্র। ডন সামদানির নিজের রেডিও শো প্রতি শুক্রবার প্রচারিত হয় রেডিও এবিসি তে। তাছাড়াও প্রতি মাসে ডেইলী স্টার এবং আইস টুডে ম্যাগাজিনে তার লিখা ছাপা হয়। চলটি ট্রেন্ডের সাথে তাল মিলে চলা ডন সামদানির বিশেষত্ব। সোশ্যাল মিডিয়াতে তার ইন্সপেরেসিওনাল পোস্ট গুলো দেখতে অবশ্যই তাকে ফলো করুণ। ইতোমধ্যে তিনি ২০১৬ সালে ছয়টি বই প্রকাশ করেছেন এবং এই বছরের বইটি দিয়ে তিনি মানুশের সুপ্ত প্রতিভা জাগ্রত করার চেষ্টা করছেন।