চৌধুরী শহীদ কাদের
গবেষক ড. চৌধুরী শহীদ কাদের তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযােগী অধ্যাপক। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর। সম্পৃক্ত আছেন গণহত্যা জাদুঘর। নির্মাণের সাথে। তিনি এর ট্রাস্টি বাের্ডের সদস্য। গবেষণা করছেন মুক্তিযুদ্ধ, গণহত্যা ও স্থানীয় ইতিহাস নিয়ে। গণহত্যা নিয়ে তার ছয়টি বই প্রকাশিত হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধে ভারতের চিকিৎসা সহায়তা, মুক্তিযুদ্ধে ত্রিপুরা: শরণার্থী, সংবাদপত্র ও সাধারণ মানুষ, মুক্তিযুদ্ধে বরাক উপত্যাকার কবিতা ও কবিগান, গণহত্যা, বধ্যভূমি-গণকবর জরিপ: চট্টগ্রাম জেলা, তারুণ্যের চোখে বঙ্গবন্ধু তার উল্লেখ্যগ্যে বই। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গ্রন্থটি। এছাড়া প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি গবেষণামূলক প্রবন্ধ। তাঁর প্রকাশিত গ্রন্থ ১৬টি। গবেষণায় ২০১৮ সালে জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমেদ পুরস্কার ও ২০১৯ সালে কালি ও কলম তরুণ লেখক পুরস্কার অর্জন করেছেন ।