Skip to Content
Filters

author.name

জব্বার আল নাঈম

জব্বার আল নাঈম এই সময়ের একজন গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় কবি। সময়কে অনুষঙ্গ করে তিনি লিখছেন যাপিত জীবনের চাওয়া-পাওয়া। জীবন ও প্রকৃতি, বোধ এবং বুদ্ধির জাগরণসহ নানান বিষয় অনুষঙ্গ করে। জব্বার আল নাঈম ১১ নভেম্বর ১৯৮৬ সালে চাঁদপুর জেলার মতলব থানাধীন নারায়ণপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে বিভিন্ন জাতীয় দৈনিকে নানান বিষয়ে লেখালেখি করতেন। লেখালেখির হাতেখড়ি মূলত বড়বোনের হাত ধরে। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ তাড়া খাওয়া মাছের জীবন। বইটি ২০১৫ সালে শুভ্র প্রকাশ হতে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় বই বিরুদ্ধ প্রচ্ছদের পেখম ২০১৬ সালে বিভাস প্রকাশনী থেকে প্রকাশ হয়। ২০১৬ কবি রবীন্দ্র জার্নাল-দাগ সাহিত্য পুরস্কার-২০১৬ পেয়েছেন।