Skip to Content
Filters

author.name

জয় শাহরিয়ার

জয় শাহরিয়ার পুরো নাম কাজী মুয়ীদ শাহরিয়ার সিরাজ জয়। জন্ম ১৯৮৫ সালের ১৯শে সেপ্টেম্বর। বাবা বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত সাংবাদিক কাজী সিরাজ। মা মানুষ গড়ার কারিগর শাহরিয়া আখতার বুলু। স্ত্রী জেসমিন নাহার লাকি প্রজাতন্ত্রের কর্মচারী। একমাত্র কন্যা কাজী প্রিয়তা শাহরিয়ার। ঢাকায় স্কুল জীবন কেটেছে লিটল জুয়েলস ও ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুলে। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন ঢাকা সিটি কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সম্পন্ন করেছেন স্নাতক ও স্নাতকোত্তর। জয় শাহরিয়ারের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তাই তাঁর সৃষ্টিকর্মে সোডিয়াম ভেজা এই শহরের ইট-কাঠের ঘ্রাণ লেগে থাকে সবসময়। যাপিত জীবনের টানাপোড়েন আর মধ্যবিত্ত স্বপ্ন তাঁর সৃষ্টির মূল উপজীব্য। সহজ, সরল আর সুন্দরের ওপর অগাধ আস্থা নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিতে চান এই স্বপ্নবাজ।

Books by the Author