জয়জয়ন্তু বন্দ্যোপাধ্যায়
ডঃ জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায় প্রথম জীবনে ভারতীয় ফরেন সার্ভিসে কূটনীতিক ছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (এক বৎসর), ব্রিটিশ ফরেন অফিস, এবং লন্ডনের ভারতীয় হাই কমিশনে প্রশিক্ষণের পর তিনি ১৯৫৮-৫৯ সনে ঢাকায় তৎকালীন ভারতীয় ডেপুটি হাই কমিশনে সেকেন্ড সেক্রেটারি ও হেড অফ চ্যানসারি ছিলেন। ১৯৫৯-৬০ সনে করাচিতে ভারতীয় হাই কমিশনে সেকেন্ড সেক্রেটারি ছিলেন। ১৯৬০ সনে দিল্লীর বিদেশ মন্ত্রকে আন্ডার সেক্রেটারি থাকা কালে তিনি ফরেন সার্ভিস থেকে পদত্যাগ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপকের পদে যােগ দেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এম. এ. অধ্যাপক বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা কালে সেখান থেকেই ১৯৬৪ সনে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পি. এইচ. ডি এবং ১৯৬৮ সনে রাষ্ট্রবিজ্ঞানে ডি.লিট করেন। ১৯৭০-৭১ সনে তিনি এক বৎসর নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ফেলাে ছিলেন, এবং ১৯৭১-৭২ সনে এক বৎসর রাজধানী ওয়াশিংটনের