Skip to Content
Filters

author.name

জান্নাতুল নাঈমা

জান্নাতুল নাঈমা টাঙ্গাইলের এক মফস্বল শহরের মেয়ে। বাবা মো: জাহাঙ্গীর হোসেনের একমাত্র আদুরে কন্যা। জন্ম জানুয়ারির সাত তারিখ। টাঙ্গাইলেই তাঁর বেড়ে ওঠা। সাহিত্য অনুরাগ থেকে অনার্স করছেন বাংলা সাহিত্য নিয়ে টাঙ্গাইলে, কুমুদিনী সরকারি মহিলা কলেজ থেকে। বর্তমানে দ্বিতীয় বর্ষের ছাত্রী। পছন্দের কাজ বই পড়া। তাঁর খুব ছোটো ছোটো স্বপ্ন। তাঁর স্বপ্নগুলোর মাঝে একটি স্বপ্ন হলো লেখালিখি নিয়ে, লেখালেখির প্রতি রয়েছে তীব্র উন্মাদনা। দুহাজার বিশ সালের মাঝামাঝিতে ফেসবুক প্লাটফর্মের মাধ্যমে তার লেখালিখির আত্মপ্রকাশ ঘটে। তখন থেকেই লেখালিখির যাত্রা শুরু করেন তিনি। লিখে যাচ্ছেন বিভিন্ন গল্প ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে। এরই মাঝে ই-বুক প্লাটফর্মে প্রকাশ পেয়েছে তার দুইটি ই-বুক ‘আকুলিবিকুলি’ এবং ‘সুন্দরীর হৃৎদন্ডন’। দুটি ই-বুকরই অবস্থান ছিলো বেস্ট সেলার শীর্ষে। জনপ্রিয় লেখক ‘জান্নাতুল নাঈমার’ প্রথম বই “মিশিবিবি”। লেখক তার আবেগ, অনুভূতি দিয়ে সৃষ্টি করেছেন এই “মিশিবিবি”-কে। লেখকেরর কামনা, পাঠকের ভালোবাসায় জড়িয়ে থাকুক “মিশিবিবি”। লেখকের জন্য শুভকামনা এবং অভিনন্দন।

Books by the Author