Skip to Content
Filters

author.name

জান্নাতুল ফেরদৌসী মেহমুদ

জান্নাতুল ফেরদৌসী মেহমুদ বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত প্রাচীন, সাগর ঘেরা প্রাচুর্যের স্বর্ণদ্বীপ, সন্দ্বীপের মুছাপুরে জন্মগ্রহণ করেন। পড়াশােনা করেছেন আমেরিকা, সুইজারল্যান্ড সহ আরাে অন্যান্য দেশে। বাংলা ইংরেজি ও ফরাসি ছাড়াও অন্যান্য ভাষায় তার ভালাে জ্ঞান আছে ভ্রমণ করেছেন রাশিয়া, ইংল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, সৌদি আরব, ইন্ডিয়াসহ আরাে অনেক দেশে। আমেরিকায় ব্যাংকে চাকরি করেছেন, বর্তমানে একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। একজন সৌখিন ইউটিউবার, চ্যানেল- Janna Journey|| বর্তমানে নিউইয়র্ক থেকে প্রকাশিত “সাপ্তাহিক ঠিকানা” এবং “প্রথম আলাে” উত্তর আমেরিকা সেকশনের নিয়মিত লেখক। সেইসাথে অনলাইন পাের্টাল “লিলিয়ান লিটারেচার ক্যাফে নিয়মিত লিখে থাকেন। তার লেখা ভ্রমণ কাহিনী “শিকাগাে শহরে” বেশ পাঠক জনপ্রিয়তা পেয়েছে। লিলিয়ান লিটারেচার ক্যাফে ও শিখা প্রকাশনীর যৌথ উদ্যোগে, বিত্ত ৩ এ-তার লেখা “নীলিমার আকাশ” গল্পটি প্রকাশিত হয়েছে। তার লেখাভালােবাসার গল্প গ্রন্থ “মরীচিকা” এবং ভালােবাসার কবিতা গুচ্ছ “শিশিরবিন্দু” প্রকাশ করে কারুবাক প্রকাশনী। এবং তার লেখা উপন্যাস “দিগন্তের আলােয় প্রকাশিত হয়েছে, শিখা প্রকাশনী থেকে। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করেন ।

Books by the Author