জামিরুল শরীফ
জামিরুল শরীফ জন্ম ১৩ জুন, ১৯৬০ সালে। শৈশব ও শিক্ষাজীবন কেটেছে পিতার কর্মসূত্রে। দেশের বিভিন্ন জেলা-শহরে, শেষে ঢাকায়। আদিনিবাস গােপালগঞ্জ। বংশ ও পারিবারিক বৃত্তে শিক্ষা ও বনেদী স্বনামধন্যতার পরিচয় আছে। একাত্তরের মুক্তিযুদ্ধে গােটা পরিবারটির অংশগ্রহণ ও ভূমিকা ছিলাে দুর্দমনীয় এক অধ্যায়। বঙ্গবন্ধুর শেখ পরিবারের। উত্তরপুরুষদের সঙ্গে আত্মীয়তাসূত্রে আছে নিবিড় সম্পর্ক-বন্ধন। পঁচাত্তরের ঘটনাবলী এবং কালগত ক্ষয়ে সবই আজ বিস্মৃতপ্রায়। জমিরুল শ্রীরে লেখালেখির শুরু বিশ শতাব্দীর আশির দশকের মধ্যভাগ। থেকে কাজ করেছেন বাংলাদেশ টেলিভিশনে এবং কাস্থ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ মুদ্রণশিল্প প্রতিষ্ঠান পর প্রিন্টার্স এন্ড কলার লিমিটেডে। ২০১৫ সালে প্রকাশিত হয় প্রথম প্রবন্ধগ্রন্থ ‘শব্দপ্রপাত, বর্তকালে ২০১৮ সালে দ্বিতীয় প্রবন্ধগ্রন্থ ভবনবৃত্ত এবং ২০২১ সালে প্রকাশিত হয় প্রথম কবিতাগ্রন্থ। ‘সামান্য সরাের অসামান্য উচ্ছ্বাসে। ২০২২-এ প্রকাশিত প্রবন্ধগুচ্ছ এবং কবিতাগ্রন্থ ‘অরণ্যবাগিচা এবং কলের গান তার উল্লেখযােগ্য গ্রন্থ।